ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

‘হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:৪৪, ৫ সেপ্টেম্বর ২০২৪
‘হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক’

ইরানের রাজধানী তেহরানে গত ৩১ জুলাই হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরান। এর উপযুক্ত জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে দেশটি। যদিও হত্যাকাণ্ডের এক পাস পেরিয়ে গেলেও এখনো বদলা নেয়নি ইরান।   

মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের অপারেশন্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি বলেছেন, ইরান নির্দিষ্ট সময়ে হানিয়াহ হত্যার জবাব দেবে। এ জন্য তারা ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নিবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ইরানের সরকারি সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

মোহসেন চিজারি জোর দিয়ে বলেন, ইরান ‘সময়মতো’ হানিয়া হত্যার জবাব দেবে।

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পরিচালিত ‘অপারেশন আরবাইন’-এর প্রতি ইঙ্গিত করে ইরানের এ সেনা কমান্ডার বলেন, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে হিজবুল্লাহ এটি পরিচালনা করেছে; তবে ইরানের দাঁতভাঙা জবাব অবশ্যই ভিন্ন হবে। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়