ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:২৮, ৬ সেপ্টেম্বর ২০২৪
চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি

চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় ‘টাইফুন ইয়াগি’ শুক্রবার চীনের হাইনানে আঘাত হেনেছে। ঝড়ের তাণ্ডব ও ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। ‘চীনের হাওয়াই’ নামে পরিচিত পর্যটন দ্বীপটি এর ফলে স্থবির হয়ে পড়েছে।

টাইফুন ইয়াগির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩৪ কিলোমিটার। এটি চলতি বছরে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়। ৫ মাত্রার আটলান্টিক হারিকেন বেরিলের পরে এটিই সবচেয়ে শক্তিশালী ঝড়।

চলতি সপ্তাহের শুরুতে উত্তর ফিলিপাইনে ইয়াগির আঘাতে ১৬ জন নিহত হয়। এরপর এটি দ্বিগুণেরও বেশি শক্তি সঞ্চয় করে শুক্রবার বিকেলে হাইনানের ওয়েনচাং শহরে আঘাত হেনেছে। এটি আঘাত হানার প্রায় এক ঘণ্টা পর প্রদেশের আট লাখ ৩০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রাদেশিক বিদ্যুৎ সরবরাহ বিভাগ সাত হাজার সদস্যের একটি জরুরি দল প্রস্তুত রেখেছে। তারা অনুমতি পাওয়ার সাথে সাথে মেরামত কাজ শুরু করবে

ঝড়ের কারণে ইতিমধ্যেই হংকং, ম্যাকাও এবং গুয়াংডং প্রদেশের স্কুল, ব্যবসা ও পরিবহন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়