ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

রাশিয়ার গভীরে হামলার অনুমতি দিতে পশ্চিমাদের প্রতি জেলেনস্কির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৪
রাশিয়ার গভীরে হামলার অনুমতি দিতে পশ্চিমাদের প্রতি জেলেনস্কির আহ্বান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতি দেওয়ার জন্য পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, সরবরাহ এবং সহযোগিতার অভাবের কারণে যেসব স্থানে হামলার অনুমতি দেওয়া হয়েছিল সেখানে কার্যকরভাবে ব্যবহার ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা প্রতিরক্ষা নেতাদের কাছে তদবির করতে জার্মানিতে উড়ে গেছেন। কারণ কিয়েভের মূল মিত্র - মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে সহায়তা ক্রমশ হ্রাস পাচ্ছে।

জেলেনস্কি বলেন,  ইউক্রেনকে অ্যাংলো-ফরাসি স্টর্ম শ্যাডো/স্ক্যাল্প ক্রুজ মিসাইল এবং ইউএস অ্যাটাকস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের অভ্যন্তরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানার অনুমতি দিতে হবে। এই হামলার মাধ্যমে রাশিয়াকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করা যাবে।

আরো পড়ুন:

তবে তিনি অভিযোগ করেছেন, অস্ত্র স্বল্পতার কারণে রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলেই হামলা করা যাচ্ছে না।

জেলেনস্কি বলেছেন, ‘এখন আমরা শুনছি আপনাদের দূরপাল্লার নীতি পরিবর্তিত হয়নি, তবে আমরা আক্রমণ, শ্যাডো ও স্ক্যাল্পগুলোতে পরিবর্তন দেখতে পাচ্ছি - ক্ষেপণাস্ত্র এবং সহযোগিতার ঘাটতি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়