ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

৩৭০ ধারা ইতিহাস, কখনোই ফিরবে না: কাশ্মিরে অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২৪
৩৭০ ধারা ইতিহাস, কখনোই ফিরবে না: কাশ্মিরে অমিত শাহ

ভারতীয় সংবিধানের যেই ধারাটিতে কাশ্মিরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল সেই ৩৭০ ধারা ইতিহাস হয়ে গেছে। তা আর কখনোই ফিরবে না। 

দুদিনের জন্য কাশ্মির সফরে গিয়ে এক অনুষ্ঠানে এমনটাই জানিয়ে দিলেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

১৮ সেপ্টেম্বর থেকে জম্মু-কাশ্মিরের বিধানসভা নির্বাচন শুরু। তিন দফায় ভোট হবে উপত্যকায়। 

অমিত শাহ জানিয়েছেন, স্বাধীনতার পর থেকেই গেরুয়া শিবিরের কাছে কাশ্মিরের গুরুত্ব ছিল অপরিসীম। একে ভারতের সঙ্গে যুক্ত করে রাখতে বিজেপি বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেছেন ‘আমি গোটা দেশের কাছেই এটা পরিষ্কার করে দিতে চাই ৩৭০ ধারা ইতিহাস হয়ে গেছে। এটি আর কখনোই ফেরত আসবে না। এবং আমরা ফেরাতে দেবও না। কেননা ৩৭০ ধারাই কাশ্মিরের তরুণদের হাতে বন্দুক ও পাথর তুলে দিয়েছিল।’

অমিত শাহ বলেন, ‘একটা সময় ছিল যখন আমরা দেখেছি ৩৭০ ধারার ছায়া সরকার বাধ্য হত বিচ্ছিন্নতাবাদী ও হুরিয়তের মতো সংগঠনের দাবি মেনে নিতে। কিন্তু ৩৭০ ধারা ও ৩৫এ ধারা এখন অতীত। সেগুলো আর সংবিধানের অংশ নয়।’

তার দাবি, ২০১৪ থেকে ২০২৪- অর্থাৎ মোদি সরকারের আমলে ভারতের ইতিহাস লিখতে হলে জম্মু ও কাশ্মিরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়