ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ইউক্রেনে ৬৭ ড্রোন দিয়ে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৪
ইউক্রেনে ৬৭ ড্রোন দিয়ে রাশিয়ার হামলা

রাশিয়া শুক্রবার রাতে ৬৭টি দূরপাল্লার শাহেদ ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা  চালিযেছে। এর মধ্যে ৫৮টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। শনিবার ইউক্রেনীয় বাহিনী এ তথ্য জানিয়েছে।

বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের ১১টি অঞ্চলে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো হামলা মোকাবিলা করেছে।

রাজধানী কিয়েভের সংসদ ভবনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে দেশটির আইনসভা একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে।

আরো পড়ুন:

কিয়েভের এতোটা অভ্যন্তরে রাশিয়ান ক্ষেপণাস্ত্র বা ড্রোনের প্রবেশ করা বিরল ঘটনা। কারণ শহরটি সোভিয়েত-যুগের নেটওয়ার্ক এবং পশ্চিমাদের সরবরাহ করা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত।

শহরের কেন্দ্রে পাহাড়ের চূড়ার সরকারী কোয়ার্টারটি সম্ভবত ইউক্রেনের সেরা সুরক্ষিত স্থান। এখানে প্রেসিডেন্ট, মন্ত্রিসভা এবং কেন্দ্রীয় ব্যাংকের অফিস রয়েছে।

টেলিগ্রামে পোস্ট করা ছবিতে সংসদ ভবনের কাছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত চারটি ড্রোনের ধ্বংসাবশেষ দেখা গেছে। একটি টুকরো বিল্ডিংয়ের প্রধান প্রবেশদ্বারের ধাপের পাদদেশে পড়েছিল।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রয়টার্সের সংবাদদাতারা ভোর ৩টার কিছুক্ষণ পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর মধ্যে কয়েকটি বিস্ফোরণের শব্দ শহরের কেন্দ্রের চারপাশ থেকে এসেছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়