ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মেয়ে ও জামাইকে নদীতে ফেলে দিতে বললেন মহারাষ্ট্রের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২৪  
মেয়ে ও জামাইকে নদীতে ফেলে দিতে বললেন মহারাষ্ট্রের মন্ত্রী

ভারতের মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন মন্ত্রী এবং প্রবীণ এনসিপি নেতা ধর্মরাওবাবা আত্রাম তার মেয়ে ভাগ্যশ্রী এবং জামাই ঋতুরাজ হালগেকরকে ‘বিশ্বাসঘাতকতার’ জন্য প্রাণহিতা নদীতে ফেলে দিতে বলেছেন।

মেয়ে ও মেয়ের জামাই এনসিপির আরেক অংশ শরদ পাওয়ারের নেতৃত্বাধীন দলে যোগ দিতে পারে এমন খবর প্রকাশের পর তিনি এ কথা বলেছেন।

আত্রাম শনিবার দলের জাতীয় সভাপতি এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের উপস্থিতিতে এই মন্তব্য করেছেন।

এনসিপির এই নেতা বলেছেন, ‘মানুষ দল ছাড়লেও তাদের দিকে নজর দেওয়ার দরকার নেই। আমাদের পরিবারের কিছু লোক আমার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্য দলে যোগ দিতে চায়। ৪০ বছর ধরে রাজ্য রাজনীতিতে মানুষ ভাঙন ধরাচ্ছে। এখন শারদ পাওয়ার গ্রুপের নেতারা আমার বাড়ি ভাগ করে আমার মেয়েকে আমার বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমার জামাই ও মেয়েকে বিশ্বাস করবেন না।’

আত্রাম জামাই ও মেয়ের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এই লোকেরা আমাকে অপদস্থ করেছে। সবাই যেন তাদের প্রাণহিতা নদীতে ফেলে দেয়। তারা আমার মেয়েকে তাদের পাশে নিয়ে যাচ্ছে এবং তাকে তার বাবার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। যে মেয়ে তার বাবার মেয়ে হতে পারেনি সে কিভাবে তোমার হবে? এটা নিয়ে ভাবতে হবে। সে তোমার কী বিচার করবে? তাদের বিশ্বাস করবেন না। রাজনীতিতে, আমি এটিকে আমার মেয়ে, ভাই বা বোন হিসেবে দেখব না।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়