ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

টাইফুন ইয়াগির আঘাতে ফিলিপাইনে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ৭ সেপ্টেম্বর ২০২৪  
টাইফুন ইয়াগির আঘাতে ফিলিপাইনে নিহত ৪

এশিয়ায় চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে উত্তর ভিয়েতনামে অন্তত চারজন নিহত হয়েছে। শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সুপার টাইফুন ইয়াগি স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর ভিয়েতনামের দ্বীপ জেলাগুলোতে আঘাত হানে। ওই টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এর এক দিন আগে চীনের হাইনানে আঘাত হানার সময় এর গতি ছিল ঘণ্টায় ২৩৪ কিলোমিটার।

ভিয়েতনাম সরকার জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত টাইফুনে চারজন নিহত এবং ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সমুদ্রে অন্তত আরও এক ডজন নিখোঁজ রয়েছে।

ইয়াগির আঘাতে ইতিমধ্যে হাইনানে কমপক্ষে দুই জন এবং ফিলিপাইনে ১৬  জন নিহত হয়েছে। ইয়াগি প্রথমে ফিলিপাইন এবং পরে চীনে আঘাত হানে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়