ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

পারমাণবিক অস্ত্র উৎপাদন দ্রুততর করার প্রতিশ্রুতি উনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৪  
পারমাণবিক অস্ত্র উৎপাদন দ্রুততর করার প্রতিশ্রুতি উনের

‘শত্রু’ শক্তির বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য দেশের পারমাণবিক অস্ত্র উৎপাদনের গতি ‘দ্রুত’ করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

কিম জং উন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আঞ্চলিক সামরিক ব্লকের ‘বেপরোয়া সম্প্রসারণের’ কারণে ‘গুরুতর হুমকির’ সম্মুখীন হয়েছে। এর ফলে পিয়ংইয়ং পারমাণবিক হামলার হুমকিতে পরিণত হচ্ছে।
 
সোমবার উত্তর কোরিয়া সরকারের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় কিম জং উন বলেন, এই হুমকি উত্তর কোরিয়াকে তার সামরিক সক্ষমতা বাড়াতে চাপ দিচ্ছে।

উন বলেছেন, উত্তর কোরিয়া ‘পরমাণু বাহিনীসহ রাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করতে উত্তর কোরিয়ার ব্যবস্থা ও প্রচেষ্টা দ্বিগুণ করবে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়