মমতার ডাকে সাড়া দিলেন না জুনিয়র চিকিৎসকরা
পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে একটানা আন্দোলন চালাচ্ছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করেও কর্মবিরতিতে অনড় তারা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমেল করে ১০ জন প্রতিনিধিকে ডাকা হয়েছিল নবান্নে। কিন্তু মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ উপেক্ষা করেছেন চিকিৎসকরা। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করে নবান্ন ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। পাল্টা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাদের পাঁচ দাবি মানতে হবে, তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করবেন বলে জানিয়েছিলেন। রাজ্যের দাবি না মানায় কাজে ফেরেননি জুনিয়র চিকিৎসকরা। ফলে স্বাস্থ্য পরিষেবা কার্যত বেহাল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাদের ইমেল করা হয়। প্রিন্সিপাল সেক্রেটারির ইমেল আইডি থেকে ইমেল করে ১০ জন প্রতিনিধিকে নবান্নে ডাকা হয়। কিন্তু তারা সেই ডাকে সাড়া দেননি।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, আজ ৫টার মধ্যে কাজে ফেরার কথা। ৫টা অবধি মুখ্যমন্ত্রী দেখেছেন তারা কী স্ট্যান্ড নেন। কিন্তু চিকিৎসকরা সরে আসেননি।’
নবান্নে ডাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘৫টার পর আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল যদি তারা চাইলে কথা বলতে পারেন। ৬টা ১০ মিনিয়ে-এ ইমেল গিয়েছিল। ১০জন প্রতিনিধি আসতে পারেন। সন্ধ্যা সাড়ে ৭টা অবধি নবান্নে নিজের কেবিনে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন। কিন্তু এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। মেলের উত্তর আসেনি। সাড়ে ৭টার পর মুখ্যমন্ত্রী বেরিয়ে যান।’
সূত্র: সংবাদ প্রতিদিন
ঢাকা/শাহেদ