ঢাকা     মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৭ ১৪৩১

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র প্রদান, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১১ সেপ্টেম্বর ২০২৪  
রাশিয়াকে ক্ষেপণাস্ত্র প্রদান, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য ইরানকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটি। খবর আল জাজিরার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) লন্ডন সফরের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে এক বৈঠকে বলেছেন, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চালান পেয়েছে এবং সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে।

রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের কারণে দেশটি আরও বিস্তৃত পরিসরে হামলা চালাতে সক্ষম হবে বলে মনে করছেন তিনি।

তবে ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ইরান।  

জাতিসংঘে ইরানের মিশনের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, সংঘাতের ফলে মানুষের প্রাণহানি, অবকাঠামো ধ্বংস অমানবিক। ইরান এই ধরনের কর্মকাণ্ডে জড়িত নয় বরং দেশটি অন্যান্য দেশগুলোকে সংঘাতে জড়িত পক্ষগুলোকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানায়।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়ায় অস্ত্র রপ্তানির অভিযোগ ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এসময় তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন ‘ইরানের বিরুদ্ধে অভিযোগকারীরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারকদের মধ্যে অন্যতম।’ তেহরান ইউক্রেনের যুদ্ধের অংশ নয় বলেও উল্লেখ করেন তিনি।

ইরান ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের নতুন দেওয়া নিষেধাজ্ঞার মধ্যে কিছু জাহাজ অন্তর্ভুক্ত আছে। এই জাহাজগুলো ইরান এবং রাশিয়ার মধ্যে কাস্পিয়ান সাগরে নিয়মিত পণ্য পরিবহন করে। এদিকে, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন, ইরানের সাথে বিমান পরিষেবা চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়