ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পাকিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৪  
পাকিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের পাঞ্জাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। বুধবার পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মুখপাত্র মাজহার হুসেন ডন ডটকমকে বলেছেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭ রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ডিজি খানের (শাদি ওয়ালা) কাছে,  এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।’

পিডিএমএ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে ভূমিকম্পটি হয়েছিল।

এর এক দিন আগেই খাইবার পাখতুনখোয়ায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়