ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

অস্ট্রেলিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১১ সেপ্টেম্বর ২০২৪  
অস্ট্রেলিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে সহিংসতা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে এক হাজারের বেশি মানুষ। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় এক হাজার ২০০ জন লোক ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশনকে লক্ষ্য করে বিক্ষোভে অংশ নিয়েছিল। বিক্ষোভকারীদের অনেকের হাতেই ফিলিস্তিনি পতাকা ছিল এবং তারা ফিলিস্তিনি সমর্থক গান গেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটিতে সামরিক সরঞ্জাম বিক্রয় প্রদর্শনী উপলক্ষে  কিছু বিক্ষোভকারীর কর্মকাণ্ডে তারা ‘আতঙ্কিত’ হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কর্মকর্তাদের পাথর, বর্জ্য এবং অ্যাসিড ভর্তি বোতল ছুঁড়ে মারার অভিযোগ রয়েছে।

তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, কর্মকর্তাদের হাতে অস্ত্র ছিল এবং প্রতিকূল ভিড়কে নিয়ন্ত্রণ করতে ফ্ল্যাশব্যাং গ্রেনেড ও পিপার স্প্রে করেছে।

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, অস্ট্রেলিয়ানদের প্রতিবাদ করার অধিকার রয়েছে - তবে তা শান্তিপূর্ণভাবে করতে হবে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়