ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

টাইফুন ইয়াগি: ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ২২৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৪  
টাইফুন ইয়াগি: ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ২২৬

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহতের সংখ্যা বেড়ে ২২৬ এ পৌঁছেছে। এছাড়া এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

শনিবার টাইফুন ইয়াগি ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে। এটি ৩০ বছরের মধ্যে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এবং চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। 

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে। এছাড়া সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঝড়ের আঘাতে আহত হয়েছেন ৮০০ জন মানুষ।

বৃহস্পতিবার রাজধানী হ্যানয়ের বেশ কয়েকটি জেলা প্লাবিত ছিল। তবে দিনের শেষের দিকে আবহাওয়া সংস্থা জানিয়েছে, বন্যার পানির চাপ হ্রাস পেয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়