যে কারণে টানা ৯ দিন কম্পিত হয়েছিল বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রিনল্যান্ডে একটি ভূমিধস ও মেগা সুনামি হয়েছিল। আর এই কারণে সমগ্র পৃথিবী নয় দিন ধরে কম্পিত হয়েছিল। একটি বৈজ্ঞানিক তদন্তে এই তথ্যটি সামনে এসেছে।
ভূমিকম্পের ঘটনাটি বিশ্বজুড়ে ভূমিকম্প সেন্সর দিয়ে শনাক্ত করা হয়েছিল। কিন্তু এটি এতটাই নজিরবিহীন ছিল যে গবেষকরা প্রাথমিকভাবে এর কারণ সম্পর্কে কোনো ধারণাই পাননি। রহস্যের সমাধান করার পরে, বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি দেখিয়েছে যে কীভাবে বিশ্বব্যাপী উত্তাপ ইতিমধ্যেই পৃথিবীতে ব্যাপক মাত্রায় প্রভাব ফেলছে এবং তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পূর্বে স্থিতিশীল বলে মনে করা হয় এমন জায়গায় বড় ভূমিধস সম্ভব করেছে।
২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর প্রত্যন্ত ডিকসন ফজর্ডের এক হাজার ২০০ মিটার-উচ্চ পর্বতশৃঙ্গের পতন ঘটেছিল। কারণ এর নিচের গলিত হিমবাহটি আর পাথরের মুখকে ধরে রাখতে সক্ষম হয়নি। এটি ২০০ মিটার উচ্চতায় একটি প্রাথমিক ঢেউয়ের সূত্রপাত করে এবং পরবর্তীতে দুমড়ে-মুচড়ে যাওয়া ফজর্ডে পানির তীব্র স্রোত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গ্রহ জুড়ে ভূমিকম্পের তরঙ্গ পাঠায়।
ভূমিধস ও মেগা সুনামি পূর্ব গ্রিনল্যান্ডে প্রথম রেকর্ড করা হয়েছিল। আর্কটিক অঞ্চলগুলো সবচেয়ে দ্রুত বৈশ্বিক উত্তাপে প্রভাবিত হচ্ছে এবং ভূমিকম্পের দিক থেকে ছোট হলেও একই রকম ঘটনাগুলো পশ্চিম গ্রিনল্যান্ড, আলাস্কা, কানাডা, নরওয়ে এবং চিলিতে দেখা গেছে।
প্রতিবেদনের প্রধান লেখক ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জিওলজিক্যাল সার্ভের ড. ক্রিস্টিয়ান সোভেনভিগ বলেছেন, ‘যখন আমরা এই বৈজ্ঞানিক অভিযান শুরু করি, তখন সবাই হতবাক হয়ে গিয়েছিলেন এবং এই সংকেতটি কী কারণে ঘটেছে তা কেউই বুঝতে পারেনি। এটি ভূমিকম্প সংকেতের চেয়ে অনেক বেশি দীর্ঘ ও সরল ছিল, যা সাধারণত কয়েক মিনিট বা ঘন্টা স্থায়ী হয় এবং এটিকে ইউএসই (অজ্ঞাত ভূমিকম্পের বস্তু) হিসাবে চিহ্নিত করা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘এটি একটি অসাধারণ ঘটনাও ছিল, কারণ এটি পূর্ব গ্রিনল্যান্ডে আমরা প্রথম বিশাল ভূমিধস ও সুনামি হিসাবে রেকর্ড করেছি। এটি স্পষ্টভাবে দেখায় যে, ভূমিধসের ক্ষেত্রে পূর্ব গ্রিনল্যান্ড অনলাইনে আসছে। তরঙ্গগুলো সমুদ্রপৃষ্ঠে একটি জনবসতিহীন ইনুইট অঞ্চলকে ধ্বংস করেছে যা কমপক্ষে ২০০ বছর পুরনো ছিল। এটি নির্দেশ করে যে অন্তত দুই শতাব্দি ধরে এরকম কিছুই ঘটেনি।’
ঢাকা/শাহেদ