ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মিয়ানমারে বন্যায় ৭৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
মিয়ানমারে বন্যায় ৭৪ জনের মৃত্যু

টাইফুন ইয়াগির কারণে মিয়ানমারে প্রবল বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৭৪ জন মারা গেছে। এছাড়া আরো অনেক লোক এখনো নিখোঁজ রয়েছে। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মিয়ানমার নিউজ এজেন্সি (এমএনএ) জানিয়েছে, গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বন্যা সাড়ে চার শতাধিক গ্রাম ও ওয়ার্ডকে প্রভাবিত করেছে।
নিখোঁজ ৮৯ জনকে খুঁজে বের করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বন্যায় প্রায় ৬৫ হাজার বাড়িঘরও ধ্বংস হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রাপ্ত চিত্রগুলোতে দেখা গেছে, রাজধানী নেপিদোর দক্ষিণের শহর টাউনগ- এ বাড়িঘর ও যানবাহন পানিতে তলিয়ে গেছে। বাসিন্দারা নৌকা ও বাঁশের ভেলায় করে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন।

আরো পড়ুন:

চলতি বছরের এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড়, টাইফুন ইয়াগি ইতিমধ্যে ভিয়েতনাম, হাইনান এবং ফিলিপাইনে চীনের দ্বীপপুঞ্জ আঘাত হেনেছে। এই দেশগুলোতে, বিশেষ করে ভিয়েতনামে ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে ঝড়টি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়