ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ইয়েমেনের হুতিদের চড়া মূল্য দিতে হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
ইয়েমেনের হুতিদের চড়া মূল্য দিতে হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইয়েমেনের হুতিদের ‘চড়া মূল্য’ দিতে হবে। রোববার তিনি এ হুমকি দিয়েছেন।

ইয়েমেন থেকে স্থানীয় সময় সকাল ৬টায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েলের একটি খোলা এলাকায় পড়েছিল। ইসরায়েলের একেবারে মধ্যাঞ্চলে এ ধরনের হামলা রীতিমতো বিরল। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরান-সমর্থিত হুতিদের সামরিক মুখপাত্রের একজন মুখপাত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছেন, তারা একটি ‘নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছে। ইসরায়েলে এ ধরনের আরো হামলা ইসরায়েলের অভ্যন্তরে চালানো হবে।

মন্ত্রিসভার বৈঠকের আগে নেতানিয়াহু বলেছেন, ‘আমরা ইরানের অশুভ অক্ষের বিরুদ্ধে বহু ক্ষেত্রে প্রচারণা চালাচ্ছি যারা আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। তাদের এতক্ষণে জানা উচিত ছিল যে, আমাদের ক্ষতি করার যে কোনো প্রচেষ্টার জন্য আমরা চড়া মূল্য আদায় করেছি।

এর আগে জুলাইয়ে তেল আবিবে হামলা চালিয়েছিল হুতিরা। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনি বন্দরে হোদেইদাহতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়