ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

পাকিস্তানের চেয়ে ২টি পরমাণু অস্ত্র বেশি রয়েছে ভারতের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
পাকিস্তানের চেয়ে ২টি পরমাণু অস্ত্র বেশি রয়েছে ভারতের

পাকিস্তানের চেয়ে ভারতের দুটি পরমাণু অস্ত্র বেশি আছে। সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের অস্ত্রাগারে ১৭২টি পরমাণু অস্ত্র রয়েছে। পাকিস্তানের অস্ত্রাগারে পরমাণু অস্ত্রের সংখ্যা ১৭০টি। দুটি দেশই ২০২৩ সাল থেকে পরমাণু অস্ত্র বাড়ানোর উপর বিশেষ জোর দিচ্ছে। ভারত কতগুলো পরমাণু অস্ত্র বাড়াচ্ছে তার দিকেই নজর রাখছে পাকিস্তান। ভারত জোর দিচ্ছে দূরপাল্লা অস্ত্র বাড়ানোর দিকে। এর দেখাদেখি পাকিস্তানও সেই পথ ধরার চেষ্টা করছে। তবে উদ্বেগের বিষয় হল, এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে দ্রুত হারে পরমাণু অস্ত্র বাড়াচ্ছে চীন।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, গণতান্ত্রিক জনগণ
রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে, বা উত্তর কোরিয়া) এবং ইসরায়েলের কাছে প্রায় ১২ হাজার ১২১টি পারমাণবিক অস্ত্র ছিল। এর মধ্যে ৯ হাজার ৫৮৫টি যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েনের জন্য প্রস্তুত। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। বিশ্বের মোট পরমাণু অস্ত্রের ৯০ শতাংশই রয়েছে এই দুই দেশের কাছে। 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়