ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ভারতে স্যামসাংয়ের কারখানায় ধর্মঘট, ১০০ কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২৪
ভারতে স্যামসাংয়ের কারখানায় ধর্মঘট, ১০০ কর্মী গ্রেপ্তার

ভারতের পুলিশ স্যামসাং কোম্পানির ১০০ জনের মতো কর্মী ও ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করেছে। এই কর্মীরা স্বল্প মজুরির বিষয়ে অভিযোগ জানিয়ে দক্ষিণ ভারতে অবস্থিত স্যামসাং ইলেকট্রনিকসের একটি কারখানায় ধর্মঘট করছিলেন। পুলিশ বলেছে, ধর্মঘটে যাওয়া কর্মীরা অনুমতি ছাড়াই সোমবার একটি মিছিল করার পরিকল্পনা করছিলেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতরা তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের কাছে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টে শ্রমিক হিসেবে কাজ করেন। তারা মজুরি বাড়ানোর দাবিতে গত সাত দিন ধরে ধর্মঘট পালন করছিলেন। এই কারখানাটি ভারতে স্যামসাংয়ের বার্ষিক ১২ বিলিয়ন মার্কিন ডলার আয়ের প্রায় এক-তৃতীয়াংশ অবদান রাখে।

কাঞ্চিপুরাম জেলার সিনিয়র পুলিশ অফিসার শঙ্কর গানেস বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে বলেছেন, ১০০ জনের মতো শ্রমিককে ‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ করা হয়েছে। তিনি বিস্তারিতভাবে আর কিছু বলতে চাননি।

নাম না প্রকাশের শর্তে আরেক পুলিশ অফিসার জানিয়েছেন, বিক্ষোভ মিছিল করার অনুমতি না থাকায় তাদের আটক করা হয়েছে।

কর্মীদের আন্দোলনের বিষয়ে কোনো মন্তব্য করেনি স্যামসাং।

রয়টার্স জানিয়েছে, শ্রমিকরা গত সপ্তাহ থেকে কারখানার কাছে একটি অস্থায়ী তাঁবুতে বিক্ষোভ করছেন। মজুরি বৃদ্ধি, ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (সিআইটিইউ) দ্বারা একটি শ্রমিক দল গঠন, কাজের পরিবেশের উন্নতিসহ ৮ দফা দাবিতে তারা বিক্ষোভ করছেন। 

দক্ষিণ ভারতে স্যামসাং ইলেকট্রনিক্সের এই কারখানায় ধর্মঘট চললেও, উত্তরপ্রদেশের লখনৌতে স্যামসাংয়ের দ্বিতীয় কারখানায় পরিবেশ স্বাভাবিক রয়েছে। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়