ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

শেষবারের মতো চিকিৎসকদের বৈঠকে ডাকলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪
শেষবারের মতো চিকিৎসকদের বৈঠকে ডাকলেন মমতা

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আবার বৈঠকের জন্য ডাকলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বিকেল ৫টায় তাদের ডাকা হয়েছে। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র চিকিৎসকদের ই-মেইল করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ই-মেইলে বলা হয়েছে, ‘গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের পক্ষে পঞ্চম এবং শেষ চেষ্টা। খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনো ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের স্বাক্ষর থাকবে।’

ই-মেইলে আরও বলা হয়েছে, ‘সোমবার বিকেল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন চিকিৎসকদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে।’

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে ও স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করার দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার তাদের আন্দোলনের সপ্তম দিন। এর মাঝে বার বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা ভেস্তে গেছে।

আন্দোলনকারী চিকিৎসকরা প্রথম থেকেই বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় ছিলেন। প্রথমে নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধিদের ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী দুই ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করলেও সেদিন বৈঠক হয়নি। সর্বশেষ গত শনিবার হঠাৎই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের মঞ্চে যান মমতা। চিকিৎসকদেরকে কাজে ফেরার অনুরোধ করেন। সে দিনই আবার বিকেলে তাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে ডাকা হয়। কিন্তু সরাসরি সম্প্রচার এবং বৈঠকের ভিডিওগ্রাফির দাবি নিয়ে মতানৈক্যে বৈঠক ভেস্তে যায়। এ ঘটনায় মমতা প্রশ্ন করেন, ‘এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও দুদিন অপেক্ষা করেছি। আজও দুই ঘণ্টা অপেক্ষা করছি।’

গত শনিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে অপেক্ষা করেছিলেন চিকিৎসকরা। মমতা নিজেও বেরিয়ে এসেছিলেন। বৈঠক না করতে চাইলে তাদের অন্তত চা খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু তা-ও হয়নি। 

আজ সোমবার পঞ্চমবার এবং শেষবারের জন্য মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের।

সরকারের ই-মেইল পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর আহ্বানে তারা সাড়া দেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়