ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার বোমাবর্ষণ করেছে ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকিটকিতে বিস্ফোরণের এক দিন পর এ হামলার ঘটনা ঘটলো।

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোগাযোগের সরঞ্জামগুলিতে অত্যাধুনিক আক্রমণের ফলে দুদিনে ৩৭ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে।  

লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী বৈরুত থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন শোনা গেছে।

হিজবুল্লাহর আল-মানার টিভি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর সীমান্ত এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের চিহিনে, তাইবে, ব্লিদা, মেইস এল জাবাল, আইতারুন এবং কাফারকেলাতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলের যুদ্ধবিমান আঘাত করেছে। এছাড়া খিয়াম এলাকায় হিজবুল্লাহর অস্ত্র গুদামেও হামলা চালানো হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়