ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়া উচিত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪
শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়া উচিত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শেখ হাসিনা ও রনিল বিক্রমাসিংহে। পুরনো ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরামর্শ দিয়েছেন।

রনিল বিক্রমাসিংহে বলেছেন, ‘অনেক নেতা তাদের দেশ ছেড়ে বিদেশে থাকেন, যদি তিনি (শেখ হাসিনা) দেশের বাইরে থাকেন-তাকে দেশের বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই, বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক করার দিকে মনোনিবেশ করুক।’

ভারত ও বাংলাদেশকে কী পরামর্শ দেবেন জানতে চাইলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে-প্রথমে জনগণকে আস্থা দিন-যতদূর শেখ হাসিনার ইস্যু রাজনৈতিক বিষয়। এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে… অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান। এরপর তারা বিদেশে থাকে। আমি যা অগ্রাধিকার দেব তা হল (নিশ্চিত করা) বাংলাদেশের স্থিতিশীলতা।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা দেশের বাইরে থাকলে তাকে দেশের বাইরে থাকতে দিন। আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত আসতে হবে। সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে। আমরা সবাই চাই যে বাংলাদেশ (তাদের) স্বাভাবিক অবস্থার দিকে মনোনিবেশ করুক এবং জনগণকে সিদ্ধান্ত নিতে পারে যে তারা কীভাবে দেশকে নেতৃত্ব দেবে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়