ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ইতালিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বরিস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
ইতালিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বরিস

ঘূর্ণিঝড় বরিস ইতালির উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। বৃহস্পতিবার ঝড়টি আঘাত হেনেছে বলে জানিয়েছে বিবিসি।

এমিলিয়া রোমাগনার উত্তর-পূর্ব অঞ্চলের এক হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইতালির মার্চিয় এলাকার শহরগুলোতে মারাত্মক বন্যা এবং বিপর্যয়ের খবর এসেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমিলিয়া রোমাগনার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু রাস্তা ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের তাদের বেসমেন্ট থেকে দূরে থাকতে এবং তাদের বাড়ির উপরের তলায় অবস্থানের পরামর্শ দিয়েছে।

রাভেনায় স্কুল, লাইব্রেরি এবং পার্কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বোলোগনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং পাঠ বাতিল করেছে। ঝড়ে ফায়েনজা শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাদের মধ্যরাতে ডিঙ্গিতে করে বাড়ি ছেড়ে যেতে হয়েছে। নদীর উচ্চ পানি বাড়ার কারণে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও উপচে পড়েছে। তবে নিকটবর্তী শহর বোলোগনার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, শহরের নদীর স্তর নিয়ন্ত্রণে রয়েছে। অবশ্য বেশিরভাগ অঞ্চলে শুক্রবার পর্যন্ত লাল আবহাওয়া সতর্কতা জারি থাকবে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়