ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

ইসরায়েল ভাবতেও পারছে না কীভাবে আমরা হামলা চালাব: হিজবুল্লাহ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ইসরায়েল ভাবতেও পারছে না কীভাবে আমরা হামলা চালাব: হিজবুল্লাহ প্রধান

লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল সম্পৃক্ত দাবি করে গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, এর মাধ্যমে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করলো। তাদের ওপর এমনভাবে হামলা চালানো হবে যা তারা ভাবতেও পারছে না।

বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ হুমকি দিয়েছেন।

মঙ্গলবার লেবাননজুড়ে হিজবুল্লাহ যোদ্ধাদের যোগাযোগের জন্য ব্যবহার করা পেজারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ১২ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে। পরের দিন বুধবার হিজবুল্লাহর ব্যবহৃত শত শত ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছে ২০ জন এবং আহত হয়েছে চার শতাধিক মানুষ। উভয় ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে।

এসব হামলার মাধ্যমে ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করেছে উল্লেখ করে হিজবুল্লাহ প্রধান বলেন,‘শত্রু সব নিয়ন্ত্রণ, আইন এবং নৈতিকতার বাইরে চলে গেছে। আক্রমণগুলোকে যুদ্ধাপরাধ বা যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করা যেতে পারে, তাদের যে কোনো কিছু বলা যেতে পারে এবং তারা যে কোনো কিছু বলার যোগ্য।’

হামলার জবাব প্রসঙ্গে নাসরাল্লাহ বলেন, হামলার জবাব দেওয়া হবে ‘এমনভাবে যা তারা আশা করতে পারে এবং তারা আশা নাও করতে পারে। আমি স্থান, সময়, অবস্থান, বিবরণ সম্পর্কে কথা বলব না। যখন এটি ঘটবে তখন আপনারা জানতে পারবেন। এই হিসাবটি ঘটবে। বিস্তারিত, আমরা এখনই প্রকাশ করব না, কারণ আমরা এখন যুদ্ধের একটি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে আছি।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়