নেতানিয়াহুকে খুনের পরিকল্পনার অভিযোগে ইসরায়েলি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুন করার পরিকল্পনা করার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি ইসরায়েলেরই নাগরিক।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের গুপ্তচর সংস্থা শিন বেটের কাছে খবর আসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ দেশের একাধিক নেতা-মন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে। আর এতে হাত রয়েছে ইরানের। সেই মতো বহুদিন ধরেই সন্দেহজনক এক ইসরায়েলির গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। অবশেষে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি ইসরায়েলের বহু গোপন তথ্য ইরানের কাছে পাচার করেছে বলেও দাবি করা হয়।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মোতি মামান (৭৩)। দুইবার তাকে তুরস্ক থেকে গোপনে ইরানে নিয়ে যাওয়া হয়েছিল।
নিরাপত্তা সংস্থা জানিয়েছে, মামান ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করেছিলেন। তারা তাকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বা শিন বেটের প্রধান রনেন বারকে হত্যার নির্দেশ দিয়েছিল।
ঢাকা/শাহেদ