ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

এবার হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২৪
এবার হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যা করলো ইসরায়েল

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। শুক্রবার লেবাননের দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিল, যিনি গ্রুপের শীর্ষ সামরিক সংস্থায় কাজ করেন।

ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন আকিল। ওই সময় তাকে হত্যা করা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় আট জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছে।

এই হামলাকে হিজবুল্লাহর ওপর আরেকটি বড় আঘাত বলে বিবেচনা করা হচ্ছে। কারণ মঙ্গলবার হিজবুল্লাহার সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরের দিনই হিজবুল্লাহর শত শত ওয়াকিটকি বিস্ফোরিত হয়। পরপর হামলায় কমপক্ষে দুই শিশুসহ ৩৭ জন নিহত এবং তিন হাজারেরও বেশি লোক আহত হয়।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়