ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

দ্বিতীয় পর্বে চলে গেলো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৪  
দ্বিতীয় পর্বে চলে গেলো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন

দেশের ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় পর্বে চলে গেলো। কারণ গণনার প্রথম পর্বে কোনো একক প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি।

রোববার বিবিসি জানিয়েছে, নির্বাচন কমিশন এখন প্রেসিডেন্ট পদের দুই প্রার্থীর জন্য ভোটের দিন নির্ধারণ করবে।

প্রথম পর্বের ভোটে প্রথম হয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েক। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা।

আরো পড়ুন:

তবে প্রথম পর্বের গণনার পূর্ণ ফলাফল এখনো জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি।

এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানিয়েছে, দিসানায়েক ও প্রেমাদাসা ছাড়া বাকি সব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়