ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

বামপন্থী অনুরা কুমারা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:১৫, ২২ সেপ্টেম্বর ২০২৪
বামপন্থী অনুরা কুমারা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী অনুরা কুমারা দিশানায়েককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, অনুরা কুমারা দিশানায়েক ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জনা বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। মাত্র ১৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে।

শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। রোববার প্রথম দফা ভোট গণনা শেষে দেখা যায়, কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এরপর দ্বিতীয় দফায় ভোট গণনা করে স্থানীয় সময় রাত ৮টার দিকে নির্বাচন কমিশন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনুরা কুমারা দিশানায়েককে বিজয়ী ঘোষণা করে।

এনপিপি জোটের পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অনুরা কুমারা দিশানায়েক। 

দিশানায়েক নির্বাচনের আগে ভোটারদের সুশাসন এবং দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

৫৫ বছর বয়সী দিশানায়েক এক্স- এ পোস্ট করা বার্তায় লিখেছেন, ‘এই জয় আমাদের সবার।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়