ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

ইসরায়েলের সাথে সংঘাতের নতুন পর্যায়ে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৫২, ২২ সেপ্টেম্বর ২০২৪
ইসরায়েলের সাথে সংঘাতের নতুন পর্যায়ে হিজবুল্লাহ

ইসরায়েলের সাথে সংঘাতের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি একে ‘উন্মুক্ত যুদ্ধের আওয়াজ’ বলে আখ্যা দিয়েছে। রোববার হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি-জেনারেল নাইম কাসেম এ ঘোষণা দিয়েছেন।

নাইম কাসেম বলেছেন, ‘হুমকি আমাদের থামাতে পারবে না... আমরা সব সামরিক সম্ভাবনার মোকাবেলা করতে প্রস্তুত।’

শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় নিহত এক শীর্ষ কমান্ডারের জানাজার সময় এই ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার ও বুধবার লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪২ জন নিহত এবং তিন হাজারেরও বেশি আহত হয়। এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ইসরায়েল হামলার পিছনে ছিল। 

রোববার ভোরে উত্তর ইসরায়েলের হাইফার কাছে দেশটির প্রতিরক্ষা কোম্পানি রাফায়েলের কারখানায় হামলা করেছে হিজবুল্লাহ। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

নাইম জানিয়েছেন, রোববার ইসরায়েলের গভীরে তাদের ছোড়া রকেট হামলা কেবল শুরু। তিনি ইসরায়েলের অর্থনীতি ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়