ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৯:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৪
বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম কুয়াবাইসি নিহত হয়েছেন। একই হামলায় আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইব্রাহিম কুয়াবাইসি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট বিভাগের প্রধান ছিলেন। 

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত পাঁচ দিনের মধ্যে লেবাননে এটি ইসরায়েলের তৃতীয় হামলার ঘটনা।

এর আগে, গত শুক্রবার একই এলাকায় ইসরায়েলি হামলায় শিশু ও নারীসহ অন্তত ৫৫ জন নিহত এবং ৬৮ জন আহত হওয়ার ঘটনা ঘটে। 

এরপর, গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শত শত স্থাপনা লক্ষ করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৫৫৮ জনের প্রাণহানি ঘটেছে; যাদের মধ্যে অন্তত ৯৪ নারী ও ৫০ শিশু রয়েছে।

সর্বশেষ গতকাল মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, মঙ্গলবার বৈরুতে বিমান হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট বিভাগের প্রধান ইব্রাহিম মোহাম্মদ কোবেইসিকে নির্মূল করেছেন।

হিজবুল্লাহর ওপর ইসরায়েলি চাপ বৃদ্ধির কারণে প্রায় এক বছর ধরে চলা সংঘাত বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়