ঢাকা     শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৩ ১৪৩১

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪
নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৩৮

টানা বৃষ্টিপাতের ফলে শুক্রবার সকাল থেকে বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ৩৮ জন নিহত হয়েছে কারণ হয়েছে। দেশটির কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ গত ৩০ ঘন্টায় আরো ২৯ জন নিখোঁজ হয়েছে। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে কাঠমান্ডু উপত্যকায়। বন্যার কারণে রাজধানীতে যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

রয়টার্স জানিয়েছে, কাঠমান্ডুর কিছু অংশে গত দিনে ৩২২ দশমিক ২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও রাবার বোট ব্যবহার করে ছাদে বা উঁচু মাটিতে আটকা পড়া লোকদের উদ্ধার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অতিবর্ষণের কারণে বেশিরভাগ নদী ফুলে উঠেছে। নদীর পানি রাস্তা ও সেতুর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি জানিয়েছেন, ২৮টি জায়গায় ভূমিধসের কারণে মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। পুলিশ ধ্বংসাবশেষ পরিষ্কার এবং রাস্তাগুলো পুনরায় চালু করার জন্য কাজ করছে।

কাঠমান্ডুর আবহাওয়া কর্মকর্তা বিনু মহারজান জানান, রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়