দেড় লাখ সরকারি পদ বাতিল করবে পাকিস্তান
নগদ সংকটে পড়া পাকিস্তান প্রায় দেড় লাখ সরকারী কর্মচারীকে চাকরিচ্যুত এবং ছয়টি মন্ত্রণালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এ তথ্য জানিয়েছেন।
২৬ সেপ্টেম্বর পাকিস্তানের জন্য সাত বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দুই মাসেরও বেশি সময় ধরে আলোচনার চুক্তির বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। চুক্তির অংশ হিসেবে পাকিস্তানের সাধারণ জনগণ এবং ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা করের পরিমাণ আরো বাড়বে। এছাড়া দেশের আর্থিক খাতে বড় ধরনের সংস্কার করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর গণমাধ্যমকে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানান, আইএমএফের সাথে একটি প্রকল্প চূড়ান্ত হয়েছে, যা পাকিস্তানের জন্য শেষ কর্মসূচি হবে।
তিনি বলেন, ‘এটি হবে শেষ কর্মসূচি, যা প্রমাণ করার জন্য আমাদের নীতি বাস্তবায়ন করতে হবে।’
মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের আকার পুনঃনির্ধারণের কাজ চলছে, ছয়টি মন্ত্রণালয় বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে এবং দুটি মন্ত্রণালয় একীভূত করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্তি এক লাখ ৫০ হাজার পদ বাদ দেওয়া হবে।
ঢাকা/শাহেদ