ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

কারামুক্তির পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১ অক্টোবর ২০২৪  
কারামুক্তির পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন অ্যাসাঞ্জ

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জুনে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার প্রথম প্রকাশ্যে এসেছেন। 

ফ্রান্সের স্ট্রাসবার্গে কাউন্সিল অফ ইউরোপের পার্লামেন্টারি অ্যাসেম্বলির আইন বিষয়ক এবং মানবাধিকার কমিটির সামনে বক্তৃতাকালে অ্যাসাঞ্জ এক দশকেরও বেশি সময় ধরে তার দীর্ঘ আইনি লড়াইয়ের কথা বলেছিলেন।

অ্যাসাঞ্জ ৪৬টি দেশের আইনপ্রণেতাদের বলেছেন, ‘আমি আজ মুক্ত নই কারণ পুরো ব্যবস্থা এখনো কাজ করেছে। সাংবাদিকতার জন্য আমি দোষী ছিলাম বলেই বছরের পর বছর কারাভোগের পর আজ আমি মুক্ত।’

বিচার ব্যবস্থার প্রতি নিজের অনাস্থার কথা জানিয়ে অ্যাসাঞ্জ বলেন, ‘বছরের পর বছর ধরে আটকে থাকার পর এবং কোনো কার্যকর প্রতিকার ছাড়াই ১৭৫ বছরের কারাদণ্ডের সম্মুখীন হওয়ার পর অবশেষে আমি অবাস্তব ন্যায়বিচারের চেয়ে স্বাধীনতা বেছে নিয়েছি।’

ইউরোপে সাংবাদিকতা হুমকির মুখে উল্লেখ করে তিনি বলেন, ‘ইউরোপে সাংবাদিক ও প্রকাশকদের অধিকার গুরুতরভাবে হুমকির মুখে পড়েছে। সংবাদ সংগ্রহ কার্যক্রমের অপরাধীকরণ সর্বত্র অনুসন্ধানী সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।’

যুক্তরাষ্ট্র সরকারের গোপন সামরিক তথ্য, নথিপত্র প্রকাশ করে ১৪ বছর আগে ব্যাপক আলোচনায় এসেছিলেন অ্যাসাঞ্জ। সেই সময় থেকে তিনি যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় ছিলেন। মার্কিন কর্তৃপক্ষের সাথে সমঝোতার পর আদালতে দোষ স্বীকার করে দীর্ঘ ১৪ বছর পরে গত জুনে মুক্ত হয়েছেন তিনি।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়