ঢাকা     বৃহস্পতিবার   ০৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৮ ১৪৩১

তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন ক্র্যাথন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৩ অক্টোবর ২০২৪  
তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন ক্র্যাথন

টাইফুন ক্র্যাথন বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম তাইওয়ানে আঘাত হেনেছে। ঝড়ের কারণে সৃষ্ট ভারী বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে এবং প্রায় এক লাখ ৭৮ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের কারণে দুজন নিহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার শত শত ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে এবং আর্থিক বাজার দ্বিতীয় দিনের জন্য বন্ধ ছিল।

বন্দর নগরী কাওশিউং-এ মধ্যাহ্নের দিকে ক্যাটাগরি ওয়ান টাইফুন ক্র্যাথন আঘাত হানে। আঘাত হানার পরপরই এটি দুর্বল হয়ে পড়ে। তবে প্রবল বাতাসের কারণে এখনও গাছ এবং রাস্তার ল্যাম্পপোস্ট ভেঙে পড়ছে।

জোয়ার-ভাটার সাথে তুমুল বৃষ্টি, প্রবল বাতাস এবং ঝড়বৃষ্টির কারণে সরকার জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। 

সিয়াওগাং জেলার একজন সরকারী কর্মকর্তা চৌ ই-টাং বলেছেন. ‘এটি খুব শক্তিশালী। এত বড় ঝড় এখানে অনেক দিন আঘাত হানেনি।’

দমকল বিভাগ দুজনের মৃত্যুর খবর জানিয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়