ঢাকা     শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৯ ১৪৩১

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাথরুমে আড়িপাতার যন্ত্র রেখেছিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৫৫, ৪ অক্টোবর ২০২৪
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাথরুমে আড়িপাতার যন্ত্র রেখেছিলেন নেতানিয়াহু

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, ২০১৭ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বাথরুম ব্যবহার করেছিলেন। এরপর সেখানে আড়িপাতার যন্ত্র পাওয়া গিয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

জনসন এর নতুন বই ‘আনলিশড’ ১০ অক্টোবর প্রকাশিত হচ্ছে। এই বইটিতে জনসন দাবি করেছেন, আড়িপাতার যন্ত্র রাখার বিষয়টি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে ঘটেছিল। ওই সময় তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

জনসন জানান, বৈঠক চলাকালে নেতানিয়াহু পররাষ্ট্র দপ্তরে জনসনের বাথরুমটি ব্যবহার করতে চান। পরে নিরাপত্তা কর্মকর্তা নিয়মিত তল্লাশির অংশ হিসাবে যখন বাথরুমে যান, তখন সেখানে গোপনে আড়িপাতার যন্ত্র খুঁজে পান।

ঘটনাটি সম্পর্কে আরও বিশদ জানতে চাওয়া হলে জনসন দ্য টেলিগ্রাফকে বলেন, ‘আমি মনে করি সেই পর্বটি সম্পর্কে আপনাদের যা জানা দরকার তা বইটিতে রয়েছে।’

প্রসঙ্গত, একই বছর হোয়াইট হাউসে ইসরায়েল আড়িপাতার যন্ত্র গোপনে রেখেছিল বলে অভিযোগ উঠেছিল।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়