ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

ইসরায়েলের বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৬ অক্টোবর ২০২৪  
ইসরায়েলের বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ

গাজা ও মধ্যপ্রাচ্যে রক্তপাত বন্ধের দাবিতে শনিবার হাজার হাজার বিক্ষোভকারী বিশ্বের প্রধান শহরগুলোতে বিক্ষোভ করেছে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রায় ৪০ হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী মধ্য লন্ডনের মধ্য দিয়ে মিছিল করেছে। এখান থেকে বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হাজার হাজার বিক্ষোভকারী প্যারিস, রোম, ম্যানিলা, কেপটাউন এবং নিউ ইয়র্ক সিটিতে জড়ো হয়েছিল। গাজা ও লেবাননে হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটনের হোয়াইট হাউসের কাছেও বিক্ষোভ হয়েছে। 

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভকারীরা ‘গাজা, লেবানন তুমি উঠবে, জনগণ তোমার পাশে আছে’ স্লোগান দিয়েছে। তাদের হাতে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি সম্বলিত ব্যানার ছিল।

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রোববার সকালে কমপক্ষে এক হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে জড়ো হয়েছিল। বিক্ষোভকারীরা ওয়াশিংটনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি জানায়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ব্যাপক হারে হামলা শুরু করে ইসরায়েল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত মাসে লেবাননে বিস্তৃত পরিসরে হামলা শুরু করে ইসরায়েল।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়