৭ ফ্রন্টে লড়াই করছে ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে হামাসের হামলার প্রায় এক বছর পর তার দেশ এখন সাতটি ফ্রন্টে লড়াই করছে।
শনিবার এক ভিডিও বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।
নেতানিয়াহু বলেছেন, ‘আজ, ইসরায়েল সভ্যতার শত্রুদের বিরুদ্ধে সাতটি ফ্রন্টে আত্মরক্ষা করছে। এর মধ্যে রয়েছে উত্তরে ইরান-সমর্থিত হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুথি, পশ্চিম তীরে সন্ত্রাসী এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা।’
তিনি আরো বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছি, যারা গত সপ্তাহে সরাসরি ইসরায়েলে দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং যারা ইসরায়েলের বিরুদ্ধে এই সাত-ফ্রন্ট যুদ্ধের পিছনে দাঁড়িয়ে আছে।’
নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইসরায়েল ও লেবাননের উত্তরাঞ্চল সীমান্তে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের প্রতিশ্রুতি রক্ষা করছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েল গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে প্রায় ৯ হাজার হামলা চালিয়েছে। অথচ হিজবুল্লাহ একই সময়ে দেড় হাজার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরায়েল লড়াই অব্যাহত রাখবে দাবি করে নেতানিয়াহু বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানায় বিষয়টি তাদের জন্য লজ্জাজনক। নিশ্চিত থাকুন, ইসরায়েল যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে - আমাদের স্বার্থে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য।’
ঢাকা/শাহেদ