ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

জাতিসংঘ পুরোনো কোম্পানির মতো: ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৬ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৪৭, ৬ অক্টোবর ২০২৪
জাতিসংঘ পুরোনো কোম্পানির মতো: ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতিসংঘের সমালোচনা করে বলেছেন, এটি ‘পুরোনো কোম্পানির মতো’, যেটি সম্পূর্ণরূপে বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারে না কিন্তু স্থান দখল করে রাখে।

রোববার কৌটিল্য ইকোনমিক কনক্লেভে একটি আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

জয়শঙ্কর বলেছেন, পৃথিবীতে দুটি অত্যন্ত গুরুতর সংঘাত চলছে। কিন্তু জাতিসংঘ তাদের উপরে না থেকে বরং মূলত একজন দর্শকের ভূমিকা পালন করছে।

তিনি বলেছেন, জাতিসংঘ একটি পুরোনো কোম্পানির মতো, সম্পূর্ণরূপে বাজারের সাথে তাল মিলিয়ে চলে না, কিন্তু স্থান দখল করে। বিশ্বে স্টার্ট-আপ ও উদ্ভাবন রয়েছে, তাই বিভিন্ন লোক যখন তাদের নিজস্ব কাজ শুরু করে তখন এটি (জাতিসংঘ) সময়ের পিছনে থাকে। আজ আপনার কাছে যা আছে তা হল হ্যাঁ, আপনাদের শেষ পর্যন্ত জাতিসংঘ আছে, যদিও আংশিক কার্যকর, এরপরেও এটি শহরে একমাত্র বহুপাক্ষিক খেলার ঘর।’

জয়শঙ্কর বলেন, ‘কিন্তু, যখন এটি মূল বিষয়গুলোতে পদক্ষেপ নেয় না, তখন দেশগুলো এটা করার জন্য তাদের নিজস্ব উপায় বের করে। উদাহরণস্বরূপ, গত ৫/১০ বছরের কথা বছর ধরা যাক, সম্ভবত আমাদের জীবনে সবচেয়ে বড় ঘটনাটি ছিল কোভিড। এখনও পর্যন্ত জাতিসংঘ কোভিডের বিষয়ে কী করেছে?’

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে পৃথিবীতে দুটি যুদ্ধ চলছে, দুটি খুব গুরুতর যুদ্ধ। তাদের বিষয়ে জাতিসংঘ কোথায়? এটি মূলত একজন দর্শক।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়