ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

যুদ্ধবিরতি চায় হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ৮ অক্টোবর ২০২৪   আপডেট: ২০:৫২, ৮ অক্টোবর ২০২৪
যুদ্ধবিরতি চায় হিজবুল্লাহ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চায় ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে হিজবুল্লাহর উপ-প্রধান নাইম কাসেম এ তথ্য জানিয়েছেন।

নাইম কাসেম জানিয়েছেন, তিনি একটি যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন। তবে প্রথমবারের মতো লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ বন্ধ করার পূর্ব শর্ত হিসেবে গাজায় যুদ্ধের সমাপ্তির কথা উল্লেখ করেননি তিনি।

হিজবুল্লাহর নেতা জানিয়েছেন, পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি যুদ্ধ বিরতির জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে তিনি সমর্থন করেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি স্থল আক্রমণ এবং শীর্ষ হিজবুল্লাহ নেতাদের হত্যার সাথে বেড়েছে।

নাইম কাসেম তার ৩০ মিনিটের টেলিভিশন ভাষণে বলেছেন,  ‘আমরা যুদ্ধবিরতির শিরোনামে বেরির নেতৃত্বে রাজনৈতিক কার্যকলাপকে সমর্থন করি।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়