ঢাকা     বুধবার   ০৯ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৪ ১৪৩১

প্রোটিনের ডিজাইন ও কাঠামো নিয়ে গবেষণায় রসায়নে নোবেল পেলেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:২৩, ৯ অক্টোবর ২০২৪
প্রোটিনের ডিজাইন ও কাঠামো নিয়ে গবেষণায় রসায়নে নোবেল পেলেন ৩ জন

প্রোটিনের ডিজাইন ও এর কাঠামো নিয়ে গবেষণার জন্য চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। বুধবার (৯ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, রসায়নে নোবেল পুরষ্কার ২০২৪ প্রোটিনের ওপর, যা জীবনের উদ্ভাবনী রাসায়নিক সরঞ্জাম। ডেভিড বেকার সম্পূর্ণ নতুন ধরণের প্রোটিন তৈরির প্রায় অসম্ভব কীর্তি নিয়ে সফল হয়েছেন। ডেমিস হাসাবিস এবং জন জাম্পার ৫০ বছর বয়সী একটি সমস্যা সমাধানের জন্য একটি এআই মডেল তৈরি করেছেন: প্রোটিনের জটিল কাঠামোর পূর্বাভাস। এই আবিষ্কারগুলো প্রচুর সম্ভাবনা রাখে।

ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক। ডেমিস হাসাবিস এবং জন জাম্পার যুক্তরাজ্যের নাগরিক।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়