ঢাকা     বুধবার   ০৯ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৪ ১৪৩১

সীমান্তে ইসরায়েলি সেনাদের পিছনে ঠেলে দিয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৯ অক্টোবর ২০২৪  
সীমান্তে ইসরায়েলি সেনাদের পিছনে ঠেলে দিয়েছে হিজবুল্লাহ

সীমান্তে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের পিছনে ঠেলে দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহ এ দাবি করেছে।

হিজবুল্লাহ গাজা যুদ্ধের সমান্তরালে এক বছর ধরে ইসরায়েলের ওপর রকেট নিক্ষেপ করছে। সম্প্রতি ইসরায়েলের সাথে লেবাননের পার্বত্য সীমান্তে লড়াই করছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা ভূমধ্যসাগরীয় উপকূলের কাছাকাছি সীমান্ত এলাকার পশ্চিম অংশের লাবোউনেহ গ্রামের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। তাদের তীব্র আক্রমণ ইসরায়েলি বাহিনীকে পিছনে ঠেলে দিতে সক্ষম হয়েছে।

গোষ্ঠীটি আরো জানিয়েছে, আরো পূর্বে তারা মারুন এল-রাস গ্রামে ইসরায়েলি সেনাদের আক্রমণ করেছে এবং মেস আল-জাবাল ও মুহাইবিবের যমজ সীমান্ত গ্রামের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার হিজবুল্লাহ যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ৪০টি রকেট ছুড়েছে। এগুলোর মধ্যে কয়েকটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এদিকে ইসরায়েল সীমান্ত যুদ্ধ এলাকা থেকে দূরে বিমান হামলা শুরু করেছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপকূল বরাবর সিডনের উত্তরে ওয়ারদানিয়েহ শহরে হামলায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়