ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ২৮ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:১৪, ১০ অক্টোবর ২০২৪
স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ২৮ ফিলিস্তিনি

মধ্য গাজায় বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, হামলায় আরো অনেক লোক আহত হয়েছিছে। দেইর আল-বালাহ শহরে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার দাবি করেছ, তারা ‘সন্ত্রাসীদের উপর সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। ওই স্কুলে হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল।

হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, স্কুলে ইসরায়েলি হামলায় আরো ৫৪ জন আহত হয়েছে।

গাজার উত্তরে ইসরায়েলি বাহিনী ছয় দিন আগে নতুন করে আক্রমণ শুরু করেছে। গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া এবং নিকটবর্তী শহর বেইত হানৌন এবং বেইট লাহিয়াতে সেনা পাঠিয়েছে তারা।

 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়