ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

কুকুরে খাচ্ছে ফিলিস্তিনিদের লাশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১০ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৫১, ১০ অক্টোবর ২০২৪
কুকুরে খাচ্ছে ফিলিস্তিনিদের লাশ

ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার জাবালিয়া শহর অবরোধ করে রেখেছে। গত ছয় দিন ধরে স্থানটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। হামলার ব্যাপকতার কারণে অনেক লাশ দাফন করা যাচ্ছে না। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

মুইতাজ আইয়ুব নামের এক অ্যাম্বুলেন্স চালক বলেছেন,‘ইসরায়েলিরা বাসিন্দাদের পুরো জাবালিয়া এলাকা থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তবুও হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক তাদের মাটি কামড়ে ধরে পড়ে রয়েছে, তা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ি বা আশ্রয় কেন্দ্রেই হোক।

তিনি বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক প্রতিরক্ষা এবং প্যারামেডিক দলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে, এমনকি আমাদেরকে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে, মৃতদেহ উদ্ধার করতে বা বেঁচে যাওয়া ব্যক্তিদের সাহায্য করতে বাধা দিচ্ছে।’

ব্যাপক বোমা বর্ষণের কারণে মৃতদেহ দাফন করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘মৃতদেহ পচে যায় এবং রাস্তার কুকুররা তা খেয়ে ফেলছে। অনেক জীবিত ব্যক্তি রক্তক্ষরণে মারা যাচ্ছে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়