ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন নোবেল বিজয়ীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১২ অক্টোবর ২০২৪  
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন নোবেল বিজয়ীরা

নোবেল শান্তি পুরস্কারে ভূষিত পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া দলের নেতারা সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। শনিবার তারা এই সতর্কবার্তা দিয়েছে।

 নাগাসাকিতে ১৯৪৫ সালের মার্কিন বোমা হামলা থেকে বেঁচে যাওয়া এবং নিহন হিডানকিও গ্রুপের সহ-প্রধান শিগেমিৎসু তানাকা বলেছেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে এবং এখন যুদ্ধের মাত্রা বাড়ছে কারণ দেশগুলো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে।’

তিনি বলেছেন, ‘আমার ভয় হয় যে, আমরা মানবজাতি হিসাবে আত্ম-ধ্বংসের পথে চলেছি। এটি বন্ধ করার একমাত্র উপায় হল পারমাণবিক অস্ত্র বিলুপ্তি।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে হুমকি দিয়ে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি ইউক্রেনকে দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে গভীরভাবে আঘাত করার অনুমতি দেয় তবে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার বিবেচনা করবে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়