ঢাকা     রোববার   ১৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৮ ১৪৩১

বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:০৮, ১৩ অক্টোবর ২০২৪
বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান

সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ করেছে ইরান। শনিবার (১২ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা আইএসএনএ বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার তিন সপ্তাহ পর ইরান এ সিদ্ধান্ত নিলো। লেবাননে পেজার ও ওয়াকিটকিতে ইসরায়েল গোপনে বিস্ফোরক রেখেছিল বলে অভিযোগ রয়েছে। 

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোকে উদ্ধৃত করে ইরানের সংবাদ সংস্থা ইরনা বলেছে, ‘মোবাইল ফোন ছাড়া যেকোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ফ্লাইটের কেবিনে অথবা মালপত্রের সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস তাদের বিমানগুলোতে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে।

মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের জবাবে গত মাসে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানকে এর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়