ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ইসরায়েলকে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:১৫, ১৩ অক্টোবর ২০২৪
ইসরায়েলকে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে থাড (টারমিনাল হাই অ্যালটিচুড এরিয়া ডিফেন্স) আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। শনিবার বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে। এই ব্যবস্থাটি ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায়। স্বল্প, মাঝারী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম থাডের  প্রজেক্টাইল। এই প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্রটির গতিপথ অনুসরন করে এবং এটিকে ভূপাতিত না করা পর্যন্ত পিছু ছাড়ে না। ইসরায়েলের কাছে থাকা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে এটি অনেক বেশি কার্যকর। মাঝারি ও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ক্ষেত্রেও থাডের সফলতার হার সবচেয়ে বেশি।

ইরানের সাথে ইসরায়েলের বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে চাইছে যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন:

পহেলা অক্টোবর ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। ইসরায়েল এর কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়বে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়