বিশ্বব্যাপী সরকারি ঋণ ১০০ ট্রিলিয়ন ডলারে পৌঁছার সম্ভাবনা
বিশ্বব্যাপী সরকারি ঋণ চলতি বছর ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে, যা রীতিমতো রেকর্ড। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, অনেক দেশের জন্য আর্থিক পরিস্থিতি ‘প্রত্যাশিতের চেয়ে খারাপ’ হতে পারে।
আর্থিক নীতির উপর তার সর্বশেষ প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, তাদের পূর্বাভাস হচ্ছে, চলতি বছর বিশ্বব্যাপী সরকারি ঋণ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯৩ শতাংশে আঘাত হানবে এবং ২০৩০ সাল নাগাদ জিডিপির ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছবে। ২০১৯ সালে কোভিড মহামারির আগের তুলনায় এই হার ১০ শতাংশ বেশি।
আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের উপপরিচালক ইরা ডাবলা-নরিস প্রতিবেদন প্রকাশের আগে সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাপী সরকারি ঋণ খুব বেশি।’
জলবায়ু পরিবর্তন, অত্যধিক-আশাবাদী ঋণ অনুমান, সমস্যাগুলো মোকাবেলায় বর্তমান ব্যয়ের চাপ এবং বিপুল পরিমাণ অজ্ঞাত ঋণের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ঋণের বোঝা বা ঋণের দৃষ্টিভঙ্গি- প্রত্যাশার চেয়ে খারাপ হতে পারে বলে বিশ্বাস করার খুব ভালো কারণ রয়েছে।’
ইরা ডাবলা বলেন, ‘সুতরাং শেষ সীমা হচ্ছে, এখন দেশগুলোর জন্য তাদের আর্থিক খাত শৃঙ্খলাবদ্ধ করার সময় এসেছে।’
ঢাকা/শাহেদ