ইসরায়েলে পৌঁছে গেছে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
ইসরায়েলে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টারমিনাল হাই অ্যালটিচুড এরিয়া ডিফেন্স (থাড)। মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন এ তথ্য জানিয়েছে।
ইরানের সাথে ইসরায়েলের বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলো।
পেন্টাগন জানিয়েছে, উন্নত ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থার উপাদান সোমবার থেকে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে এবং অদূর ভবিষ্যতে এটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে।
পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, ‘আগামী দিনগুলোতে অতিরিক্ত মার্কিন সামরিক কর্মী এবং থাড ব্যাটারির উপাদান ইসরায়েলে আসতে থাকবে। ব্যাটারিটি অদূর ভবিষ্যতে সম্পূর্ণরূপে চালু করতে সক্ষম হবে, কিন্তু অপারেশন নিরাপত্তার কারণে আমরা সময়সীমা নিয়ে আলোচনা করব না।’
প্রসঙ্গত, থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে। এই ব্যবস্থাটি ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায়। স্বল্প, মাঝারী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম থাডের প্রজেক্টাইল। এই প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্রটির গতিপথ অনুসরন করে এবং এটিকে ভূপাতিত না করা পর্যন্ত পিছু ছাড়ে না। ইসরায়েলের কাছে থাকা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে এটি অনেক বেশি কার্যকর।
ঢাকা/শাহেদ