৪০ মিনিট নাচলেন ট্রাম্প
একটি সমাবেশে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় গানের সঙ্গে প্রায় ৪০ মিনিট নেচেছেন। আর এর দিকেই ইঙ্গিত দিয়ে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক্স-এ এক পোস্টে হ্যারিস লিখেছেন, ‘আশা করি তিনি ঠিক আছেন।’
সোমবার পেনসিলভানিয়া শহরতলির ওকসে আয়োজিত সমাবেশে গরমের কারণে দুজন সমর্থক জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় ট্রাম্প শীতাতপ নিয়ন্ত্রণের অনুরোধ জানান। ওই সময় অনুষ্ঠানের মডারেটর সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েম উচ্চ মুদ্রাস্ফীতির ইঙ্গিত করে বলেন, ‘তারা সম্ভবত এই অর্থনীতিতে এই ব্যয় বহন করতে পারে না, স্যার।’
ট্রাম্প তখন কৌশল পরিবর্তন করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘আর কোন প্রশ্ন করি না। আসুন শুধু গান শুনি। আসুন এটিকে একটি সঙ্গীত উৎসবে পরিণত করি।’
সমাবেশে নয়টি গান বাজানো হয়। এর মধ্যে রয়েছে ট্রাম্পের সমর্থকের পছন্দের জেমস ব্রাউনের ইটস এ ম্যানস, ম্যানস, ম্যানস ওয়ার্ল্ড, দ্য ভিলেজ পিপলস ওয়াইএমসিএ, সিনিড ও’কনরের নাথিং কমপেয়ারস টু ইউ, এবং লুসিয়ানো পাভারোত্তির অ্যাভে মারিয়ার প্রেজেন্টেশন।
এসময় ট্রাম্প গানের তালে তালে হালকাভাবে নাচতে শুরু করেন।
ঢাকা/শাহেদ