ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে ‘বিজয় পরিকল্পনা’ প্রকাশ করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১৬ অক্টোবর ২০২৪  
রাশিয়ার বিরুদ্ধে ‘বিজয় পরিকল্পনা’ প্রকাশ করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার বহুল প্রত্যাশিত ‘বিজয় পরিকল্পনা’ প্রকাশ করেছেন। বুধবার পরিকল্পনা প্রকাশের সময় আগামী বছরের মধ্যে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য কিয়েভকে শক্তিশালী করতে জরুরি পদক্ষেপ নিতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদ আহরণে পশ্চিমাদের ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিজয়ী হলে ইউক্রেনীয় সেনারা ন্যাটোর নিরাপত্তা বাড়াতে এবং ইউরোপে মার্কিন বাহিনীর বিকল্প হিসাবে কাজ করতে পারে।

দেশের পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, ‘আমাদের অংশীদারদের সাথে মিলে আমাদের অবশ্যই পরিস্থিতি পরিবর্তন করতে হবে যাতে যুদ্ধ শেষ হয়। পুতিন যাই চাক না কেন, আমাদের সবাইকে অবশ্যই পরিস্থিতি পরিবর্তন করতে হবে যাতে রাশিয়া শান্তি চুক্তিতে বাধ্য হয়।’

আরো পড়ুন:

তার পরিকল্পনা রাশিয়ার হুমকি থেকে রক্ষা করতে এবং এর সামরিক শক্তি ধ্বংস করতে ইউক্রেনের অভ্যন্তরে একটি ‘বিস্তৃত অ-পারমাণবিক কৌশলগত প্রতিরোধ প্যাকেজ’ প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন জেলেনস্কি। তবে তিনি এর বিশদ বিবরণ দেননি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়