শেখ হাসিনা এখনো দিল্লিতে আছেন: ভারত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর থাকার বিষয়ে আমি আগেই বলেছিলাম যে তিনি সংক্ষিপ্ত নোটিসে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই রয়েছেন।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন। তাকে রাজধানী দিল্লির একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছিল ভারতীয় পররাষ্ট্র দপ্তর। তবে তিনি কতদিন সেখানে থাকবেন এবং তার চূড়ান্ত গন্তব্য কোথায় তা নিয়ে অনেক জল্পনা থাকলেও ভারত সরকার এখনো এ বিষয়ে কিছু জানায়নি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সাবেক প্রধানমন্ত্রীকে শেখ দেশে ফিরিয়ে আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন,‘আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ঢাকা/শাহেদ